Person পুরুষ
Person
(পুরুষ)
: Sentence বা
বাক্যে ব্যবহৃত যে সকল Noun
বা Pronoun
কে আশ্রয়
করে Verb এর
কাজ সম্পন্ন করা হয় তাকে Person
বা পুরুষ
বলে ।
Person এর প্রকারভেদ : Person তিন প্রকার ।
যথা :
Person এর প্রকারভেদ : Person তিন প্রকার ।
যথা :
-
First Person (উত্তম পুরুষ)
-
Second Person (মধ্যম পুরুষ)
-
Third Person (নাম পুরুষ)
-
First Person (উত্তম পুরুষ) : Sentence বা বাক্যেয় আমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে First Person বলে । যেমন : I , We , My , Our , Me , Us ইত্যাদি ।
-
Second Person (মধ্যম পুরুষ) : Sentence বা বাক্যেয় তোমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে Second Person বলে । যেমন : You , Your , Yours ইত্যাদি ।
-
Third Person (নাম পুরুষ) : Sentence বা বাক্যেয় আমি এবং তুমি সম্পর্কিত শব্দগুলো ছাড়া অবশিষ্ট সবগুলোকে Third Person বলে । যেমন : He , She . Shuvo . Olivia , Water Book ইত্যাদি ।
-
মোটকথা হল : যে কথা বলে সে First Person , যার সাথে বা যাকে সম্বোধন করে কথা বলে তাকে Second Person এবং যার সম্বন্ধে বলে তাকে Third Person বলে । অামি, আমার, আমাকে, আমরা, আমাদের, আমাদেরকে First Person . তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদেরকে. তোমাদের Second Person . এবং অবশিষ্ট সব Third Person . যেমন : সে, অলিভিয়া, তাহারা, বই, কলম, টেবিল, চেয়ার ইত্যাদি ।
Comments
Post a Comment