Posts

Showing posts from March, 2018

Person পুরুষ

Person ( পুরুষ ) : Sentence বা বাক্যে ব্যবহৃত যে সকল Noun বা Pronoun কে আশ্রয় করে Verb এর কাজ সম্পন্ন করা হয় তাকে Person বা পুরুষ বলে । Person এর প্রকারভেদ : Person তিন প্রকার । যথা : First Person ( উত্তম পুরুষ )  Second Person ( মধ্যম পুরুষ ) Third Person ( নাম পুরুষ )  First Person ( উত্তম পুরুষ ) : Sentence বা বাক্যেয়  আমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে First Person বলে । যেমন : I , We , My , Our , Me , Us ইত্যাদি ।  Second Person ( মধ্যম পুরুষ ) : Sentence বা বাক্যেয় তোমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে Second Person বলে । যেমন : You , Your , Yours ইত্যাদি । Third Person ( নাম পুরুষ ) : Sentence বা বাক্যেয় আমি এবং তুমি সম্পর্কিত শব্দগুলো ছাড়া অবশিষ্ট সবগুলোকে Third Person বলে । যেমন : He , She . Shuvo . Olivia , Water Book ইত্যাদি ।   মোটকথা হল : যে কথা বলে সে  First Person , যার সাথে বা যাকে সম্বোধন করে কথা বলে তাকে Second Person  এবং যার সম্বন্ধে বলে তাকে Thir...

Interrogative Sentence ( প্রশ্নবোধক বাক্য ) কি? উদাহরণ সহ লিখ

Interrogative Sentence   ( প্রশ্নবোধক বাক্য ) :   যে  Sentence   দ্বারা কোন প্রশ্ন করা হয় বা কোন কিছু জিজ্ঞাসা করা হয় তাকে  Interrogative Sentence  বা প্রশ্নবোধক বাক্য  বলে । যেমন : 1. আমি কি বই পড়ি ?   - Do I read a book ? 2. সে কি স্কুলে যায় ?  -  Does he go to School ? 3. জেলেরা কি মাছ ধরিেতেছে ?   -  Are the fishermen catching fish ? 4. মা কি রান্না করিতেছে ? -  Is Mother cooking ? 5. আলিমা কি টাইপ করিতেছে ? -   Is Alima typing ? 6.   চৈতী কি খেলিতেছে ? -  Is Chaity playing? 7 . স্বপন  কি কাজটি করিয়াছে ?  -Has Swapan done the work ? 8. রাইশা কি পড়িতেছে ?  - Is Raisha reading ? 9. মহিমা কি আঁককিতেছে  - Is Mohima drawing ?  10. মাহা কি খেলিতেছে ?  - Is Maha playing ? 

Assertive Sentence (বর্ণনামূলক বাক্য) কি? উদাহরণ সহ লিখ?

Assertive Sentence (বর্ণনামূলক বাক্য): Assertive Sentence (বর্ণনামূলক বাক্য): যে Sentence   এ কোন কিছু বর্ণনা করে বা বিবৃতি প্রদানকরে তাকে  Assertive Sentence  বা বর্ণনামূলক বাক্য বলে । যেমন: 1.আমি বই পড়ি   - I read a book. 2. সে স্কুলে যায় -   He goes to school. 3. জেলরা মাছ ধরিতেছে -  The fishermen are catching fish. 4. মা রান্না করিতেছে -  Mother is cooking. 5. আলিমা টাইপ করিতেছে  -  Alima is typing.   6. সুইটি খেলিতেছে -   Sweety is playing.   7.  স্বপন  কাজটি করিয়াছে -  Swapan has done the work. 8.  রাজু এসেছে  - Raju has come. 9. সাদিয়া বই পড়িয়াছে -  Sadia has read a book.  

Sentance কি? উহা কত প্রকার ও কি কি?

Sentence  (বাক্য): দুই বা ততদিক  word  বা শব্দ সমষ্টি একত্রে মিলিত হইয়া যখন একটি পূর্নাঙ্গ মনের ভাব প্রকাশ করে, তখন তাকে  Sentence   বা বাক্য বলে । যেমন : 1. আমি ভাত খাই  - I eat rice. 2. তাহারা মাঠে খেলিতেছে -   They are playing in the field. 3. ঈশ্বর তোমার মঙ্গল করুক -  May God bless you. 4. এদিকে এসো  -  Come here. 5. হায় ! লোকটি মারা গেছে  -  Alas ! The Man is dead. Sentence   এর প্রকারভেদ : অর্থ অনুসারে  Sentence কে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে । যেমন: - 1. Assertive Sentence   ( বর্ণনা মূলক বাক্য ) 2. Interrogative Sentence  ( প্রশ্নবোধক বাক্য ) 3. Imperative Sentence   ( অনুঙ্গাসূচক বাক্য ) 4. Optative Sentence  ( প্রার্থনাসূচক বাক্য ) 5. Exclamatory Sentence   ( বিস্ময় সূচক বাক্য