Person পুরুষ
Person ( পুরুষ ) : Sentence বা বাক্যে ব্যবহৃত যে সকল Noun বা Pronoun কে আশ্রয় করে Verb এর কাজ সম্পন্ন করা হয় তাকে Person বা পুরুষ বলে । Person এর প্রকারভেদ : Person তিন প্রকার । যথা : First Person ( উত্তম পুরুষ ) Second Person ( মধ্যম পুরুষ ) Third Person ( নাম পুরুষ ) First Person ( উত্তম পুরুষ ) : Sentence বা বাক্যেয় আমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে First Person বলে । যেমন : I , We , My , Our , Me , Us ইত্যাদি । Second Person ( মধ্যম পুরুষ ) : Sentence বা বাক্যেয় তোমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে Second Person বলে । যেমন : You , Your , Yours ইত্যাদি । Third Person ( নাম পুরুষ ) : Sentence বা বাক্যেয় আমি এবং তুমি সম্পর্কিত শব্দগুলো ছাড়া অবশিষ্ট সবগুলোকে Third Person বলে । যেমন : He , She . Shuvo . Olivia , Water Book ইত্যাদি । মোটকথা হল : যে কথা বলে সে First Person , যার সাথে বা যাকে সম্বোধন করে কথা বলে তাকে Second Person এবং যার সম্বন্ধে বলে তাকে Thir...